ইজিবাইক ও থ্রি-হুইলার হাইওয়েতে চলতে পারবে না বলে জানিয়েছেন আপিল বিভাগ। এর ফলে সড়ক থেকে সরানোর যে নির্দেশ আগে ছিল সেটি এখন সংশোধন হয়ে শুধুমাত্র মহাসড়ক থেকে সড়ানোর নির্দেশ আসলো। একই সাথে থ্রি-হুইলার আমদানি ও ক্রয়-বিক্রয়ে দেয়া নিষেধাজ্ঞাও তুলে নিয়েছেন আদালত।
এছাড়া থ্রি-হুইলার নিয়ে হাইকোর্টে জারি করা রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে। আমদানিকারকের পক্ষে করা আপিল আবেদন শুনানি নিয়ে সোমবার (৪ এপ্রিল) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।
গত ১৫ ডিসেম্বর হাইকোর্ট বেঞ্চ একটি দ্বৈত বেঞ্চ ব্যাটারিচালিত থ্রি-হুইলার বন্ধের নির্দেশ দেন। একই সাথে, এগুলো আমদানি ও ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞাও দেন আদালত। এর আগে ২০২১ সালের ১৩ ডিসেম্বর বাঘ ইকো মোটরস লিমিটেডের সভাপতি কাজী জসিমুল ইসলামের পক্ষে হাইকোর্টে রিটটি করা হয়। রিটে শিল্প সচিব, সড়ক পরিবহন সচিব, পরিবেশ সচিবসহ সাতজনকে বিবাদী করা হয়। ওই রিটের শুনানি নিয়ে আদালত এই আদেশ দেন। একই সাথে, শিল্প মন্ত্রণালয় ও এনবিআরে রিটকারীর করা আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত।
আরও পড়ুন: আর অবৈধ নয় ইজিবাইক ও থ্রি হুইলার
এম ই/
Leave a reply