বিশ্বকাপের সেরা একাদশে সালমা খাতুন, দেখে নিন আর কারা আছেন

|

ছবি: সংগৃহীত

আইসিসির গড়া বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের অফ স্পিনিং অলরাউন্ডার সালমা খাতুন। নিউজিল্যান্ডে সদ্য সমাপ্ত বিশ্বকাপে বাংলাদেশ প্রত্যাশা পূরণে সফল না হলেও সালমা খাতুন জায়গা করে নিলেন বিশ্বসেরাদের একাদশে।

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার পরদিন টুর্নামেন্টের ‘মোস্ট ভ্যালুয়েবল ইলেভেন’ ঘোষণা করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ধারাভাষ্যকার, আইসিসির প্রতিনিধি ও সংবাদকর্মীদের ছয় জনের একটি প্যানেল বেছে নেয় এই একাদশ। বিশ্বকাপের এবারের আসরে ৭ ম্যাচে ১০ উইকেট শিকার করেছেন সালমা। টুর্নামেন্টে ২০ ওভারের বেশি বল করা বোলারদের মধ্যে সবচেয়ে মিতব্যয়ী বোলারও এই টাইগ্রেস।

বিশ্বকাপের সেরা একাদশ: ১। লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা), ২। অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া), ৩। মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া), ৪। র‍্যাচেল হাইন্স (ইংল্যান্ড), ৫। ন্যাট সিভার (ইংল্যান্ড), ৬। বেথ মুনি (অস্ট্রেলিয়া), ৭। হেইলি ম্যাথিউস (ওয়েস্ট ইন্ডিজ), ৮। মারিজেন কাপ (দক্ষিণ আফ্রিকা), ৯। সোফি এক্লেস্টোন (ইংল্যান্ড), ১০। শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা), ১১। সালমা খাতুন (বাংলাদেশ)।

আরও পড়ুন: ১৬ বলের ইনিংসে ১৬ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন রস টেলর

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply