প্রেমে পড়ার কোনো বয়স হয় না। আরও একবার একথা প্রমাণ করলেন পশ্চিমবঙ্গের দুই বৃদ্ধ। বৃদ্ধাশ্রমে এসে পরিচয়, এরপর প্রণয় এবং শেষ পর্যন্ত সাত পাকে বাঁধা পড়ে শুভ পরিণতি হল ষাটোর্ধ্ব অপর্ণা আর ৭০ বছরের সুব্রতর ভালোবাসার। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় বিয়ের পিঁড়িতে বসেছেন দুই বৃদ্ধ-বৃদ্ধা।
পশ্চিমবঙ্গের পরিবহন দফতরের অবসরপ্রাপ্ত কর্মী সুব্রত। একলাই কাটিয়েছেন জীবনের দীর্ঘ ৭ দশক। অনেকটা মনের দুঃখেই দুই বছর আগে ঘর ছেড়ে আশ্রয় নেন নদীয়া জেলার একটি বৃদ্ধাশ্রমে। অন্যদিকে বাড়ির দরজা বন্ধ হয়ে ৫ বছর ধরে ওই আশ্রমে ঠাঁই হয় অবিবাহিতা অপর্ণার। সেখানে এসেই চিরসঙ্গী খুঁজে পান নিঃসঙ্গ এই যুগল।
বৃদ্ধাশ্রমের উদ্যোগেই বিয়ে হয় সুব্রত আর অপর্ণার। এরপর শুরু হয় একসাথে চলার পথ, এক কক্ষের বাসায় গড়ে তোলেন ছোট্ট সংসার।
জীবনের বাকি দিনগুলো একসাথে ভালোবেসে, সুখে শান্তিতে কাটাতে চান এই নবদম্পতি।
/এডব্লিউ
Leave a reply