‘আমাদের আলাদা করে দেবেন না’ সুইসাইড নোট লিখে দুই বান্ধবীর আত্মহত্যা

|

ছবি: সংগৃহীত

সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছেন দুই বান্ধবী। সোমবার রাতে দু’জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এরই মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের শিলিগুড়িতে। খবর হিন্দুস্থান টাইমসের।

খবরে বলা হয়, ওই দুই বান্ধবীর সম্পর্কটা এতটাই নিবিড় ছিল যে, একে অন্যের থেকে আলাদা হওয়ার কথা ভাবতেই পারেনি৷ একজনের বিয়ে ঠিক হওয়ার খবর মেনে নিতে পারেনি আরেকজন। তাই বেছে নিয়েছেন আত্মহননের পথ।

স্থানীয় সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই বন্ধুত্ব দু’‌জনের। ছোট থেকেই স্কুল, খেলাধুলা, পড়াশোনা সবই একসঙ্গে কেটেছে। এভাবেই বেড়ে উঠেছিল দু’‌জন। কিন্তু এবার ঠিক হয়েছিল বান্ধবীর বিয়ে। এপ্রিল মাসেই বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই একই ওড়নায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো দুই বান্ধবী। বিয়ের পর পরস্পরের থেকে আলাদা হয়ে যাওয়ার ভাবনা থেকেই ভেঙে পড়ে দু’‌জন। একজনের বাড়ি থেকেই উদ্ধার হয় দু’‌জনের মরদেহ। আর উদ্ধার হয় একটি সুইসাইড নোট।

ওই সুইসাইড নোটে লেখা রয়েছে, ‘আমাদের সব কাজ একসঙ্গে করবেন। আমাদের হাত কেউ খুলে দেবেন না। আমাদের আলাদা করে দেবেন না। আমাদের একসঙ্গে নিয়ে যাবেন। একসঙ্গে রাখবেন। আমাদের ক্ষমা করবেন।’‌

এই ঘটনায় প্রশ্ন উঠছে, গভীর বন্ধুত্ব কি বদলে গিয়েছিল ভালোবাসায়? তবে অন্য বন্ধুরা মনে করছেন, ‘‌ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে, তোড়েঙ্গে দম মাগার, তেরা সাথ না ছোড়েঙ্গে।’‌ এই বার্তাই রেখে গেল তাদের দুই বান্ধবী।
আরও পড়ুন: অন্যত্র বিয়ে ঠিক, উপহারের মোবাইল ফেরত না দেয়ায় প্রেমিকাকে খুন
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply