বাংলাদেশকে শ্রীলঙ্কার ছাঁচে ফেলে মূল্যায়ন করা ঠিক না: পরিকল্পনামন্ত্রী

|

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশকে শ্রীলঙ্কার ছাঁচে ফেলে মূল্যায়ন করা ঠিক না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, কোনো অবস্থাতেই বাংলাদেশ অপ্রয়োজনীয় প্রকল্প নেয় না।

মঙ্গলবার (৫ এপ্রিল) একনেকের সভা পরবর্তী এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এম এ মান্নান। রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় একনেকের এ সভা।

এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১২ হাজার ১৬ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এসব প্রকল্পে সরকারি অর্থায়ন ৭ হাজার ৯৯০ কোটি ১৪ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ৩ হাজার কোটি ৩৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৫৯৪ কোটি ৪৩ লাখ টাকা।

সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, দেশের গুরুত্ব বিবেচনায় প্রকল্পগুলো একনেক সভায় অনুমোদন দেয়া হয়।

প্রসঙ্গত, ঋণের ফাঁদে পড়ে শ্রীলঙ্কার অর্থনীতি ও রাজনৈতিক পরিস্থিতি বেশ সংকটের মুখোমুখি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply