মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, মেয়েরা এগিয়ে

|

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত এক অনুষ্ঠানে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

২০২১-২২ শিক্ষাবর্ষের পরীক্ষায় পাস করেছেন ৭৯ হাজার ৩৩৭ জন শিক্ষার্থী। এরমধ্যে ছেলে ৩৪ হাজার ৮৩৩ জন, আর মেয়ে ৪৪ হাজার ৫০৪ জন। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।

এ পরীক্ষায় ৯২ দশমিক ৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন সুমাইয়া মোসলেম মিম। এবার সরকারি কলেজে ৪ হাজার ৩৫০ জন শিকার্থী ভর্তির সুযোগ পাবেন। অন্যদিকে বেসরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা ৬ হাজার ৪৮৯টি।

ফল প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply