পরনে লাল শাড়ি পায়ে ফ্ল্যাট জুতো। সেই পোশাকেই প্রাণপন বল বাস্কেটে ফেলার চেষ্টা। খেলার মুডে ক্যামেরাবন্দি অভিনেত্রী সানি লিওনি। আর খেলার সঙ্গী? সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার।
সোমবার (৪ এপ্রিল) নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেন সানি লিওনি। ঝলমলে রোদে টুকটুকে লাল শাড়িতে হাতে বাস্কেট বল নিয়ে চলছে খেলা। চলছে বরের সঙ্গে খুনসুটিও। বাস্কেটে বল ফেলতে বেশ চেষ্টা করছেন সানি লিওনি। কিন্তু সফল হচ্ছেন না। তবে অভিনেত্রীর চেষ্টায় কোনও কমতি নেই।
তার এই চেষ্টাকেই সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা। ভালবাসা ও প্রশংসায় উপচে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। স্বামী-স্ত্রীর মজার ভিডিও ইতোমধ্যেই ভাইরাল।
ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে গান বাজছে শাহরুখ খানের জনপ্রিয় ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর ‘ইয়ে লড়কা হ্যায় দিওয়ানা’। ছবিতে কাজল ও শাহরুখকে এভাবেই দেখা গিয়েছিল বাস্কেটবল কোর্টে। সেই দৃশ্যই আবারও পুনরায় তৈরী করার চেষ্টা করেছেন সানি ও ড্যানিয়েল ওয়েবার। বন্ধুত্বের গানের সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘তোমার বেস্ট ফ্রেন্ডকে ট্যাগ করো’।
এটিএম/
Leave a reply