দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণের সময় বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ এপ্রিল) সকাল ১১টার পর রাজধানীর মতিঝিল থেকে তাকে গ্রেফতার করা হয়। শ্রমিক দল ঢাকা মহানগরীর দক্ষিণ শাখার উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি।
মতিঝিল থানায় ২০২০ সালে করা এক মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। ওই মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী ইশরাক হোসেনকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ।
উল্লেখ্য, ইশরাক হোসেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য। দলটির ঢাকা মহানগরীর দক্ষিণের আহ্বায়ক কমিটির ১ নাম্বার সদস্যও তিনি। ইশরাক হোসেন অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন তিনি।
/এমএন
Leave a reply