বনানীতে সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোবাসে আগুন

|

রাজধানীর বনানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৬ এপ্রিল) সকাল সোয়া ১০টায় বনানীর বিমানবন্দর সড়কে হয় এ ঘটনা। এই ঘটনায় মূল সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গাড়ির চালক সেলিম জানিয়েছেন, ইস্কাটন থেকে গাড়ির মালিকের দুই মেয়েকে নিয়ে উত্তরা যাচ্ছিলেন তিনি। পথে বানানী মোড়ে পৌঁছালে হঠাৎ ইঞ্জিন ত্রুটি দেখা দেয়। এ সময় গাড়ি থেকে নেমে ইঞ্জিনের কাছে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে যায়। পরে পুলিশের সহযোগিতায় তা নিয়ন্ত্রণে আনা হয়।

বনানী এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট জানান, চালক ছাড়াও গাড়িতে মালিকের মেয়ে ছিলেন সে সময়। আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা নিরাপদে বেরিয়ে আসেন। তবে গাড়িটি পুরোপুরি পুড়ে গেছে। ট্রাফিক পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দিলেও তারা আসতে সময় লাগছিল। এ সময় মেট্রোরেল প্রকল্পের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভায়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply