সংবিধান ও আইনের আলোকে নির্বাচন আয়োজন করা হবে: সিইসি

|

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনকালীন সরকারের সিদ্ধান্ত রাজনৈতিক দলের। সংবিধান ও আইনের আলোকে নির্বাচন আয়োজন করবে ইসি।

বুধবার (৬ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে সংলাপ শেষে এ কথা জানান সিইসি। বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে কমিশন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে করণীয় নির্ধারণে এদিন সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপ করেছে সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে তাতে ৩৪ জন সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে ২৪ জন এই সংলাপে অংশ নেন। এর আগে শিক্ষাবিদ ও বিশিষ্টজনের সাথে বৈঠক করে ইসি।

বুধবারের এ সংলাপে বিভাগভিত্তিক আলাদা দিনে জাতীয় নির্বাচনের পরামর্শ দেন কেউ কেউ । সেক্ষেত্রে ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেয়া যাবে।

সংলাপে যোগ দেয়া বেশিরভাগ সম্পাদক মত দিয়েছেন, আস্থা হারিয়েছে কমিশন। তাই জনগণের আস্থা অর্জনে গুরুত্ব দিতে ইসিকে পরামর্শ দিয়েছেন তারা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply