হাসপাতালে খালেদা জিয়া

|

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি।

স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকেল পৌনে ৫টার দিকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।

গতকাল মঙ্গলবার চিকিৎসকদের একটি দল খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা পর্যবেক্ষণ করতে তার বাসায় যান। পর্যবেক্ষণ শেষে তাকে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকরা রোজা রাখতে নিষেধ করলেও তিনি রোজা রাখার চেষ্টা করেন। এতে অসুস্থ হয়ে পড়েন।

দুর্নীতির দুই মামলায় ১৭ বছর দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুই বছরের বেশি সময় কারাভোগের পর করোনা মহামারির মধ্যে সরকারের নির্বাহী আদেশে ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে ৬ মাসের জন্য মুক্তি পান। ফৌজদারি কার্যবিধিতে এ সাজা স্থগিত দেখিয়ে একাধিক দফায় মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।

বিএনপি চেয়ারপারসন আর্থারাইটিসের ব্যথা, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply