আ. লীগ আরও এক মেয়াদ ক্ষমতায় থাকলে গ্রামেও ট্রাফিক জ্যাম হবে: স্থানীয় সরকারমন্ত্রী

|

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। ফাইল ছবি

বর্তমান সরকারের আমলে মানুষের আয় বেড়েছে বলেই সবাই গাড়ি কিনছেন। আওয়ামী লীগ যদি আরও এক মেয়াদ ক্ষমতায় থাকে তাহলে গ্রামের দিকেও গাড়ির লাইন লেগে যাবে অর্থাৎ ট্রাফিক জ্যাম হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

বুধবার (৬ এপ্রিল) বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের সমালোচনার জবাবে দেশের অর্থনৈতিক উন্নয়নের চিত্র তুলে ধরে জাতীয় সংসদে এমন ভাষণ দেন তাজুল ইসলাম।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন- আগে আমার মতিঝিল অফিস ছিল, গুলশানে আসতে তখন ১০-১৫ মিনিট লাগতো। এখন আমার অনেক বেশি সময় লাগে। কারণ, বর্তমানে মানুষের আয় বেড়েছে। আগে ৩০০-৪০০ মাথাপিছু আয়ের দেশ ছিল যেটি বেড়ে হয়েছে ২৫৯১ মাথাপিছু আয়ের দেশ। বলেন, ঢাকা শহরের ওয়েস্ট কালেকশন করা হচ্ছে। সিটি করপোরেশন নিয়মিত রাস্তাগুলো পরিষ্কার করছে। সব সিটি করপোরেশন, পৌরসভা এমনকি ইউনিয়নে ওয়েস্ট সংগ্রহ করার জন্য ব্যবস্থাপনা করা হচ্ছে।

এর আগে, সংসদে জেলা পরিষদ (সংশোধন) বিল-২০২২ এর ওপর আলোচনায় বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, ঢাকা আজকে নিশ্চল নগরীতে পরিণত হয়েছে। আওয়ামী লীগ টানা ১৫ বছর ক্ষমতায়, কিন্তু ঢাকা শহরের পরিস্থিতি দুর্বিষহ। অপরিকল্পিত নগরায়ণের কারণে শুধু ঢাকা নয়, পুরো বাংলাদেশই পরিণত হতে যাচ্ছে একটি অবাসযোগ্য দেশে। সরকার শুধু মেগাপ্রকল্পের দিকেই নজর দিচ্ছে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply