ইউক্রেনের রাজধানী কিয়েভ ও চেরনিহিভ থেকে সরে গেছে সব রুশ সেনাসদস্য। বুধবার (৬ এপ্রিল) এ তথ্য জানায় মার্কিন প্রতিরক্ষা বিভাগ, পেন্টাগন।
মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানায়, ওই দুই অঞ্চলে বা তার আশপাশে দেখা যাচ্ছে না আর কোনো রুশ সেনাবহর। ইউক্রেনের রাজধানীতে পুতিন প্রশাসন লক্ষ্য অর্জন করতে পারেনি বলেও মন্তব্য করেন পেন্টাগন মুখপাত্র জন কিরবি।
এক সংবাদ সম্মেলনে কিরবি বলেন, যুদ্ধ জয়ের সব সম্ভাবনাই রয়েছে ইউক্রেনের। কিয়েভকে আরও সামরিক সহায়তা পাঠানোর আশ্বাসও দেন তিনি। এসময় প্রায় ১শ সুইচব্লেড ড্রোন এবং কয়েক হাজার জ্যাভলিন অ্যান্টি ট্যাংক ব্যবস্থা দেয়ার কথাও জানান পেন্টাগন মুখপাত্র।
/এডব্লিউ
Leave a reply