সরকারের মূল লক্ষ্য দুর্নীতি, টাকা বানানো: মির্জা ফখরুল

|

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দাবি করেছেন, করোনার সময় প্রমাণ হয়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। কারণ সরকারের মূল লক্ষ্য দুর্নীতি, টাকা বানানো। করোনা টেস্ট, ভ্যাকসিনা কেনাসহ সবক্ষেত্রে দুর্নীতি করেছে সরকার।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবসে রাজধানীর একটি হোটেলে বিএনপি আয়োজিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব এ দাবি করেন। তিনি বলেন, সরকারের মদদপুষ্টদের লাভবান করতে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে।

যারা জোর করে ক্ষমতায় থাকে, জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই বলেও মন্তব্য করেন তিনি। বলেন, স্বাধীনতার ৫০ বছরে রাষ্ট্র জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারেনি।

এ আলোচনায় মির্জা ফখরুল বলেন, বিএনপিকে নির্বাচনে আনার জন্য আওয়ামী লীগ বিদেশীদের কাছে ধরনা দিচ্ছে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিএনপিকে নির্বাচনে আনতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply