ব্যবসায়ীদের রাতারাতি বড়লোক হবার মানসিকতা ত্যাগ করতে হবে: রাষ্ট্রপতি

|

ব্যবসায়ীদের রাতারাতি বড়লোক হবার মানসিকতা ত্যাগ করতে হবে, তাদের সমাজের প্রতি দায় আছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে ২০১৭-১৮ অর্থবছরের রফতানি ট্রফি প্রদান অনুষ্ঠানে বঙ্গভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

এ সময় রাষ্ট্রপতি বলেন, বাজার কারসাজি কোনোভাবেই কাম্য নয়, সরকার ও ব্যবসায়ীদেরকে আগাম পরিকল্পনা নিতে হবে। কোনো উৎসব এলে দেশে পণ্যের দাম বেড়ে যায়, অন্য দেশে বিপরীত চিত্র। কিছু অসাধু ব্যক্তির জন্য যাতে গোটা ব্যবসায়ী সমাজের সুনাম ক্ষুণ্ন না হয়, সে ব্যাপারেও আপনাদের সজাগ থাকতে হবে এবং সরকারকে সহযোগিতা করতে হবে।

সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপ্রধান বলেন, সিন্ডিকেট আজকাল সবচেয়ে আলোচিত শব্দ। যেকোনো সেক্টরে পণ্যের দাম বাড়লে বা কমলে সিন্ডিকেটকেই দায়ী করা হয়। যারা সিন্ডিকেট করে, যারা জনভোগান্তি বাড়ায় তাদেরকে আইনের আওতায় আনতে সরকারকে কঠোর হতে হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply