সুপ্রিম কোর্টে বড় ধরনের ধাক্কা খেলেন ইমরান খান

|

ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টে বড় ধরনের ধাক্কা খেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পার্লামেন্ট বিলোপ এবং অনাস্থা ভোট বাতিলের সিদ্ধান্তকে অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। এর ফলে পাকিস্তানে পার্লামেন্ট ভেঙে দেয়া ও আগাম নির্বাচনের সিদ্ধান্ত বাতিল হয়ে গেলে। খবর বিবিসির।

৯ এপ্রিল (শনিবার) পার্লামেন্টে অধিবেশনেরও নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের বেঞ্চ। ওইদিনই অনাস্থা ভোট হবে ইমরান খানের বিরুদ্ধে। জোটসঙ্গীরা সরে যাওয়ায়, পরাজয় অনেকটা নিশ্চিত প্রধানমন্ত্রীর। সুপ্রিম কোর্টের এ রায়কে বিজয় হিসেবে অভিহিত করেছে বিরোধীরা। একই সাথে সংবিধান লঙ্ঘন করার সাথে জড়িতদের শাস্তির দাবি তুলেছেন তারা।

২৮ মার্চ পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব তোলার পর থেকেই নাটকীয়তা চলছে পাকিস্তানের রাজনীতিতে। ৩ এপ্রিল ভোটের আগ মুহূর্তে বিদেশি ষড়যন্ত্রের অজুহাতে অনাস্থা ভোটকে অসাংবিধানিক আখ্যা দেন ডেপুটি স্পিকার। এর পরপরই রাষ্ট্রপতিকে পার্লামেন্ট ভেঙে দেয়ার অনুরোধ জানান ইমরান খান। এতো কৌশলের পরও শনিবার অনাস্থা ভোটের মুখোমুখি হতে হচ্ছে তাকে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply