সুনামগঞ্জে ফের পাহাড়ি ঢলের শঙ্কা, ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা

|

হাওরের পানি বৃদ্ধি পাওয়ায় ফসলের ক্ষতি।

নদ-নদীর পানি কমছে সুনামগঞ্জে। ফলে নতুন করে ফসলি জমিতে আর পানি ঢোকেনি। তবে ফসল নিয়ে দুশ্চিন্তা কাটছে না চাষিদের। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী দুই-তিন দিন পর আবারও ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে নতুন করে পাহাড়ি ঢলের শঙ্কা রয়েছে। ফলে আবারও বাড়তে পারে নদ-নদীর পানি।

গত কয়েকদিনে ফসলরক্ষার বাঁধ ভেঙে সুনামগঞ্জের বিভিন্ন হাওরের প্রায় সাড়ে ৫ হাজার হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। এদিকে, শুক্রবার (৮ এপ্রিল) হাওরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। এ সময় তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে তাদের সহায়তা দেবে সরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply