‘রুশ-ইউক্রেন যুদ্ধে শতাধিক হাসপাতাল-স্বাস্থ্যসেবা কেন্দ্র হামলার শিকার’

|

ছবি: সংগৃহীত

রুশ-ইউক্রেন যুদ্ধে শতাধিক হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা কেন্দ্র হামলার শিকার হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে ভয়াবহ এ তথ্য জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খবর বার্তা সংস্থা এপির।

সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম জানান, হামলায় প্রাণ হারিয়েছেন ৭৩ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। আরও অর্ধ-শতাধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। পুরোপুরি গুড়িয়ে দেয়া হয়েছে ৯০টির মতো স্থাপনা। তাছাড়া মিসাইল হামলা এবং গোলাবর্ষণের শিকার কয়েকশ’ অ্যাম্বুলেন্স।

আধানম আরও বলেন, এটি আন্তর্জাতিক মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। মারিওপোল-বুশা এবং রাজধানীর আশপাশের হাসপাতালগুলোই ছিল মূল টার্গেট। অবশ্য, বরাবরের মতোই বেসামরিক স্থাপনায় হামলার দায় অস্বীকার করেছে রাশিয়া।
আরও পড়ুন: ইসরায়েলের পানশালায় বন্দুক হামলা, নিহত ২
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply