এবারের বাজেট হবে ব্যবসাবান্ধব ও জনকল্যাণমূলক। এ কথা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেই ভূঁইয়া।
শুক্রবার বিকেলে বেনাপোলে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের সাথে প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসায় শুল্ক নির্ধারণে সমতা আনতে ঘাটতি পূরণের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, বাংলাদেশের মতো ছোট একটি দেশের বাজেট এখন চার লাখ কোটিতে দাড়িয়েছে; যা প্রতিবছরই বৃদ্ধি পাচ্ছে।
এবারের বাজেটে ব্যবসায়ীদের স্বার্থ দেখা হবে বলে আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান।
যমুনা অনলাইন: আরএম
Leave a reply