ইউক্রেনের একটি গ্রামে রুশ সেনাদের বিরুদ্ধে ১৬ বছরের গর্ভবতী এক কিশোরী ও ৭৮ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ তুলেছেন কিয়েভের এক সিনিয়র মিলিটারি কর্মকর্তা। তার দাবি, পুতিনের সেনারা দেশটিতে ভয়াবহ মাত্রার যুদ্ধাপরাধ সংগঠিত করেছে। খবর ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের।
খেরসনের পার্শ্ববর্তী গ্রামে কিশোরী ও বৃদ্ধার ধর্ষণের কথা উল্লেখ করে ক্রাইভি রিহ জেলার সামরিক প্রশাসন প্রধান অলেক্সান্দর ভিলকুল বলেন, ইউক্রেনীয়দের জীবনে এমন ভীষণ ভয়ংকর দিন উপহার দিয়েছে রুশ সেনারা। ফেসবুক্রে এক পোস্ট দিনে ভিলকুল লেখেন, এ ঘটনায় আমার রক্ত যেন কিছুক্ষণের জন্য ঠান্ডা হয়ে গিয়েছিল। খেরসনের মতো এলাকায় আমরা শান্তিপূর্ণ অবস্থান যখন অনেকটাই নিশ্চিত করেছি তখনই এমন ঘটনা জানলাম। ১৬ বছরের এক গর্ভবতী কিশোরী ও ৭৮ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণ করেছে রুশ সেনারা।
অলেক্সান্দর ভিলকুল আরও বলেন, এলাকাটিতে রুশ আক্রমণে ১৪ জন বেসামরিক মানুষ মৃত্যুবরণ করেছে, যার মাঝে ছিল ৩ শিশু। এগুলো স্পষ্টভাবেই যুদ্ধাপরাধ। হেগের আন্তর্জাতিক আদালতে এর বিচার হওয়া উচিত।
আরও পড়ুন: জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁত নিশানায় রুশ ট্যাঙ্ক ধ্বংস করেছে ইউক্রেনীয় সেনারা! (ভিডিও)
এম ই/
Leave a reply