ইউক্রেনের রেলস্টেশনে রকেট হামলা, রাশিয়া করেনি তবে কে করেছে?

|

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রামাতোরস্কের রেলস্টেশনে রকেট হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক। রুশ বাহিনী শুক্রবারের (৮ এপ্রিল ওই হামলার দায় স্বীকার করেনি বলে জানিয়েছে রয়টার্স। রাশিয়া অস্বীকার করলেও হামলার ঘটনায় তাদের প্রতি নিন্দায় মুখর পশ্চিমা বিশ্ব। রাশিয়া অস্বীকার করায় ঘটনাটি যে কোনো দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, নিহতদের মধ্যে শিশুও রয়েছে। হামলার সময় স্টেশনটিতে অন্তত ৪ হাজার মানুষ অবস্থান করছিল। রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্ক শহরের এই স্টেশনটি বেসামরিক লোকজনকে সরিয়ে নিতে ব্যবহার করা হচ্ছিল বলে জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ।

শুক্রবার সকালের দিকে আকস্মিক ২টি রকেট হামলা চালানো হয় স্টেশনটিতে। মুহূর্তেই ঘটে বহু প্রাণহানির ঘটনা। ইউক্রেন কর্তৃপক্ষের অভিযোগের তীর রুশ সেনাদের বিরুদ্ধে। তবে রুশ কর্তৃপক্ষ বেসামরিক নাগরিকদের ওপর এ হামলার দায় স্বীকার করেনি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply