এবারো আগাম বন্যায় দিশেহারা সুনামগঞ্জের চাষী

|

ডুবে যাওয়া ফসলের ছবি

সুনামগঞ্জ প্রতিনিধি:

প্রায় প্রতি বছরই আগাম বন্যায় ক্ষতি হয় সুনামগঞ্জের ধর্মপাশার চন্দ্রসোনারতাল হাওরের বোরো ফসলের। সে সব জমির বেশিরভাগ মালিকই নেত্রকোণার মোহনগঞ্জের। চোখের সামনে তলিয়ে যাচ্ছে হেক্টরের পর হেক্টর জমির উঠতি ফসল। শেষ সম্বলটুকু বাঁচাতে তাই আপ্রাণ চেষ্টা। তবে চাষিদের অভিযোগ, জমির মালিক অন্য জেলার হওয়ায় বাঁধ সংস্কারে খুব বেশি আগ্রহ নেই সেখানকার প্রশাসন বা জনপ্রতিনিধিদের।

ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, হাওর এলাকার বেশিরভাগ জমির মালিক নেত্রকোণার মোহনগঞ্জের হওয়ায় প্রতিবার ফসল ডুবলেও তেমন একটা গুরুত্ব দেয় না সুনামগঞ্জরে স্থানীয় প্রশাসন বা জনপ্রতিনিধিরা। দায়সারাভাবে বাঁধের কাজ করে প্রকল্পের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও রয়েছে তাদের।

এদিকে বাঁধ নির্মাণে অনিয়মের বিষয়টির সত্যতা স্বীকার করে গলাজুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, কাজে অনিয়ম অবশ্যই হয়েছে। আমরা বাঁধ নির্মাণে তাগাদা দিলে তারা বলে, আমাদের কাজ আমরা করবো এ নিয়ে আপনাদের কিছু বলার দরকার নেই।

এ বিষয়ে জানতে চাওয়া হলে উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদ ইকবাল বলেন, প্রতিবছর আগাম বন্যার হাত থেকে ফসল রক্ষায় বাঁধের কাজ নেত্রকোণার পানি উন্নয়ন বোর্ড দিয়ে করালে আমরা তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে সহযোগিতা করতে পারবো।
আরও পড়ুন- কিস্তির টাকা তুলতে গিয়ে গাছ চাপা পড়ে এনজিও কর্মীর মৃত্যু

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply