পুতিনের সাথে ফোনালাপ অপ্রীতিকর: ম্যাকরন

|

ছবি: সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপ বেশ অপ্রীতিকর এবং উদ্বেগজনক, বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরন। খবর আনাদোলুর।

শনিবার (৯ এপ্রিল) রাতে প্রকাশিত এক প্রতিবেদনে আনাদোলু জানিয়েছে, ব্রুট মিডিয়ার এক সাক্ষাৎকারে ইউক্রেন ইস্যুতে ম্যাকরন বলেন, পুতিনের সাথে কথা বলাটা বেশ বিরক্তিকর। কিন্তু আমাদেরকে যুদ্ধবিরতির পরিকল্পনা নিয়ে বেশ কয়েকবার কথা বলতে হয়েছে।

বুচায় রুশ বাহিনীর নৃশংসতার কথা উল্লেখ করে ম্যাকরন বলেন, বুচায় যা ঘটছে তার প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে যুদ্ধবিরতির আশা অনেকটাই ম্লান হয়ে গেছে। তবে ফ্রান্স ইউক্রেনে রাশিয়ার মানবাধিকার লঙ্ঘনমূলক কর্মকাণ্ডের প্রমাণ সংগ্রহ করছে, কারণ এসব অপরাধের জন্য দায়ী ব্যক্তিরা কোনোভাবেই শাস্তির আওতার বাইরে থাকতে পারে না।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কয়েক দফায় পুতিনের সাথে ফোনে কথা বলেছেন ম্যাকরন। এমনকি যুদ্ধ শুরুর আগে মস্কোতে পুতিনের মুখোমুখি বৈঠকেও বসেছিলেন ম্যাকরন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply