রাজধানীর বনানীতে বিআরটিসির বাসের চাপায় পা হারানো রোজিনা আক্তার মারা গেছেন। সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মার যান।
গত ২৬ এপ্রিল রোজিনার উন্নত চিকিৎসার জন্য বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের অধ্যাপক ডা. মো. আবুল কালামকে প্রধান করে ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। এর আগে গত ২০ এপ্রিল রাত সাড়ে আটটার দিকে বনানীতে বিআরটিসির একটি বাস রোজিনা আক্তারকে ধাক্কা দেয়। তিনি রাস্তায় পড়ে গেলে বাসটি তার ডান পায়ের ওপর দিয়ে চলে যায়। এতে তার পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
রোজিনা নিকেতনের ১২ নম্বর সড়কে সাংবাদিক ইশতিয়াক রেজার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। ওইদিন এক বান্ধবীর বাসা থেকে ফেরার পথে তিনি এ দুর্ঘটনার শিকার হন।
Leave a reply