পাকিস্তানে প্রধানমন্ত্রী নির্বাচন কাল

|

ছবি: সংগৃহীত

পাকিস্তানে প্রধানমন্ত্রী নির্বাচন করার লক্ষ্যে আগামীকাল সোমবার (১১ এপ্রিল) দেশটির জাতীয় পরিষদের অধিবেশন বসবে। অনাস্থা ভোটে হেরে ইমরান খানের প্রধানমন্ত্রিত্ব হারানোর পর সোমবার দুপুর ২টায় বসবে পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন, জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও টিভি।

পাকিস্তানের জাতীয় পরিষদের সচিবালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমে আরও জানানো হয়, প্রধানমন্ত্রী পদের জন্য আগ্রহী প্রার্থীরা রোববার (১০ এপ্রিল) দুপুর ২টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। আর দুপুর ৩টা পর্যন্ত চলবে মনোনয়নপত্রের যাচাই-বাছাই।

এর আগে, সোমবারের অধিবেশন সকাল ১১টায় শুরু হবে বলে জানানো হয়েছিল। তবে পরিবর্তিত সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য এই অধিবেশন শুরু হবে দুপুর ২টায়।

ছবি: সংগৃহীত

উল্লেখ্য, ৯ এপ্রিল দিবাগত রাতে অনুষ্ঠিত অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে হেরে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। তার বিরুদ্ধে আনা প্রস্তাবে সম্মতি জানিয়েছেন দেশটির ১৭৪ জন সংসদ সদস্য।

ভোট শুরুর আগ মুহূর্তে শনিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে পদত্যাগ করেন পার্লামেন্টের স্পিকার আসাদ কায়সার ও ডেপুটি স্পিকার কাসেম সুরি। প্যানেল চেয়ারম্যান আয়াজ সাদিকের পরিচালনায় চলে ভোটাভুটি। ভোট শেষ হওয়ার পর আয়াজ সাদিক পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর সভাপতি শেহবাজ শরিফকে সংসদে বক্তব্য দিতে আহ্বান জানান। বক্তব্যের শুরুতে তিনি বলেন, আজ এক নতুন ভোর ও নয়া দিনের শুরু হয়েছে।

এর আগে, ৩ এপ্রিল পার্লামেন্টে অনাস্থা ভোট হওয়ার কথা থাকলেও শেষমুহূর্তে তা খারিজ করে দেন ডেপুটি স্পিকার। ভেঙে দেয়া হয় পার্লামেন্টও। গত বৃহস্পতিবার ডেপুটি স্পিকারের সে সিদ্ধান্তকে অসাংবিধানিক ও বেআইনি বলে রায় দেন দেশটির সুপ্রিম কোর্ট। নতুন করে পার্লামেন্ট অধিবেশন ডেকে অনাস্থা ভোট আয়োজনের নির্দেশ দেয়া হয়।

আরও পড়ুন: অনাস্থার বিদায়ে ইমরানই প্রথম, কোনদিকে যাচ্ছে পাকিস্তানের রাজনীতি?

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply