যুক্তরাষ্ট্রের ২৪ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিলো ইরান

|

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৪ কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করেছে ইরান। ইরানের জনগণের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং সন্ত্রাসবাদের সাথে জড়িত থাকার দায়ে তাদের এই তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইরানি কর্তপক্ষ। খবর আল জাজিরার।

শনিবার (৯ এপ্রিল) ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে এ তথ্য। জানায়, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ৯ ব্যক্তিকে ঢোকানো হয়েছে তালিকায়।

কালো তালিকাভুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন- ইরাকে দায়িত্ব পালন করা সাবেক চিফ অব স্টাফ জর্জ ডব্লিউ কেসি জুনিয়র এবং ট্রাম্পের অ্যাটর্নি জেনারেল রুডি গিলানি। তাছাড়া, ফিলিস্তিন ও লেবাননে কর্মরত মার্কিনিরাও পড়েছেন এই কালো তালিকায়। এছাড়া, ইরানিদের মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত আরও ১৫ জনকে কালো তালিকাভুক্ত করেছে তেহরান।

আরও পড়ুন: অনাস্থার বিদায়ে ইমরানই প্রথম, কোনদিকে যাচ্ছে পাকিস্তানের রাজনীতি?

মূলত, বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে এসব ব্যক্তিরা ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ এবং সেগুলোর সম্প্রসারণে জড়িত ছিলেন।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply