তমব্রু ক্যাম্পে জাতিসংঘ প্রতিনিধিদল

|

তুমব্রু সীমান্তের জিরো পয়েন্টের পর রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে কুতুপালংসহ বিভিন্ন শরণার্থী শিবির পরিদর্শন করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল। সেখানে ক্যাম্প ঘুরে দেখার পাশাপাশি রোহিঙ্গাদের সাথে কথা বলেন তারা।

এর আগে সকাল সোয়া নয়টার দিকে তমব্রু সীমান্তের জিরো পয়েন্টে পৌঁছে প্রতিনিধি দলটি। কথা বলেন পালিয়ে আসা রোহিঙ্গাদের সাথে। ২৬ সদস্যের প্রতিনিধি দলটিতে আছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি। এছাড়া রয়েছেন ১০ জন স্থায়ী ও পাঁচজন উপ-স্থায়ী প্রতিনিধি।

কাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে প্রতিনিধি দলটির। এরপর তারা মিয়ানমারের উদ্দেশে ঢাকা ছাড়বেন। রাখাইনের যেসব এলাকা থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে সেসব এলাকা পরিদর্শন করার কথা রয়েছে তাদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply