প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের প্রতি দারুণ মুগ্ধ ও ভক্ত ছিলেন পাকিস্তানের ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা। তা এতটাই যে, মুদ্রাস্ফীতি ও অন্যান্য ইস্যুতে ইমরানের আসন টলমল হলেও শঙ্কিত ছিলেন না রমিজ। তার যুক্তি ইমরান দেশপ্রেমিক, পরিশ্রমী ও বুদ্ধিমান।
তবে সেই অক্সফোর্ড গ্রাজুয়েট ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানকে বরণ করতে হয়েছে করুণ এক পরিণতি। ক্রিকেট মাঠে একসময় অনেক রেকর্ডের মালিক রাজনীতির মাঠেও করে ফেললেন এক রেকর্ড, তবে তাতে মিশে আছে ব্যর্থতা। পাকিস্তানের ৭৫ বছরের ইতিহাসে অনাস্থা ভোটে পদ হারানো প্রথম প্রধানমন্ত্রী তিনি।
পদাধিকার বলে পিসিবির চিফ প্যাট্রন হন দেশটির প্রধানমন্ত্রী। ইমরান খান এই পদে থাকাকালীন রমিজ রাজাকে বসিয়েছেন পিসিবির মসনদে। দায়িত্ব পেয়েই সফলতার পরিচয় দিয়েছেন রমিজ। পাকিস্তানের মাটিতে আর্ন্তজাতিক ক্রিকেট ফেরানো ও আধুনিকায়নে নিয়েছেন ভালো কিছু সিদ্ধান্ত। তারপরও তার গদি এখন টলমল। কারণ তিনি ছিলেন সরাসরি ইমরানের আশীর্বাদপুষ্ট।
আরও পড়ুন: আবারও কিপটে বোলিং মোস্তাফিজের, দলও জিতলো বড় ব্যবধানে
লাহোরের ফিরোজপুর রোডের গাদ্দাফি স্টেডিয়ামে সবসময় রাজনীতি ও ক্ষমতার শীর্ষে থাকাদের হাওয়া বয়। পিসিবি অফিস আর ক্ষমতার মসনদ যেন সহোদর ভাই। পাকিস্তানে রাজনীতি আর ক্রিকেটের জুটি চিরন্তন এবং সবসময় আনপ্রেডিক্টেবল। আর তাইতো পিসিবি সভাপতির দায়িত্ব পাওয়ার আট মাসের মাথায় রমিজ রাজাকে ভাবতে হচ্ছে, পুরানো পেশা ধারাভাষ্যে আবার ফেরত যাবেন কিনা? দুবাইয়ের আইসিসি সভায় বসেও তাই তার মন পড়ে রয়েছে পাকিস্তানের ঘোরপ্যাঁচের রাজনীতির কোর্টে।
জেডআই/
Leave a reply