ইমরানের অনুগত সৈনিক আলি মুহাম্মদ; দাবি দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ফিরবেন

|

আলি মুহাম্মদ খান।

অনাস্থা ভোটে ইমরান খানের পরাজয়ের রাতে অনেক পিটিআই নেতাই সংসদ ছেড়ে বেরিয়ে গেছেন। তবে নিঃসঙ্গ কণ্ঠস্বর হয়ে সংসদে ছিলেন পিটিআই নেতা আলি মুহাম্মদ খান। তিনি বলেন, আল্লাহর ইচ্ছায় ইমরান খান ফিরবেন, তিনি দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ফিরবেন। খবর ডনের।

অধিবেশনের শেষ বক্তব্যে সিংহের মতো হুংকার দিয়ে ইমরান খানের সমর্থনে আলি মুহাম্মদ বলেন, তার সরকার আত্মত্যাগ করেছে কিন্তু কোনো দাসত্ব মেনে নেয়নি। ইমরান খান মুসলিম ব্লক নিয়ে কথা বলে, এটা তার পাপ। ইমরান খান স্বাধীন পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলেন, এটা তার পাপ। রাশিয়া একটা অজুহাত, সবসময় আসল টার্গেট ছিল ইমরান খান।

আলি মুহাম্মদ খান আরও বলেন, অনাস্থা প্রস্তাব কেবল অজুহাত; ইমরান খানের পতনই ছিল আপনাদের নিশানা। কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি শত্রুরাষ্ট্রের সাথে বিরোধ মেটাতে চেয়েছেন। প্রতিষ্ঠা করতে চেয়েছেন ইসলামিক শরিয়াহ্, ওআইসি’র মতো মুসলিম জোট। তার সবচেয়ে বড় অপরাধ যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করতে চাননি। পিটিআই গর্বিত কারণ, শেষ পর্যন্ত ইমরান খান ঝুঁকেননি, কারো কাছে হারেননি, এমনকি বিকিয়ে যাননি।

উল্লেখ্য, শনিবার (৯ এপ্রিল) নির্ধারিত সময়ের শেষ পর্যায়ে এসে পাকিস্তানে ইমরান খানের বিরুদ্ধে শুরু হয় অনাস্থা প্রস্তাবের ভোটাভুটি। সেই ভোটাভুটিতে হেরে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। তার বিরুদ্ধে আনা প্রস্তাবে সম্মতি জানিয়েছেন দেশটির ১৭৪ জন সংসদ সদস্য। ভোট শুরুর আগ মুহূর্তে শনিবার দিবাগত রাতে পদত্যাগ করেন পার্লামেন্টের স্পিকার আসাদ কায়সার ও ডেপুটি স্পিকার কাসেম সুরি। প্যানেল চেয়ারম্যান আয়াজ সাদিকের পরিচালনায় চলে ভোটাভুটি।

আলী মুহাম্মদ খান পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ও পেশায় আইনজীবী। তিনি জুন ২০১৪ থেকে মে ২০১৮ পর্যন্ত সংসদ সদস্য ছিলেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply