মুখোমুখি লড়াইয়ে শাহবাজ এবং মেহমুদ, কে হচ্ছেন প্রধানমন্ত্রী জানা যাবে বিকেলে

|

আজ বিকেলেই জানা যাবে কে হচ্ছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী। মুখোমুখি লড়াইয়ে নামছেন পিএমএলএন প্রধান শাহবাজ শরিফ এবং পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেশি।

মেহমুদ কোরেশি ছিলেন ইমরান খান সরকারের পররাষ্ট্রমন্ত্রী। তুখোড় এই রাজনীতিক এআরওয়াই টিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে জানান, পার্লামেন্ট থেকে পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সোমবার (১১ এপ্রিল) বেলা ১২টা নাগাদ পার্লামেন্টারি কমিটির জরুরি বৈঠক ডেকেছেন ইমরান খান। সেখান থেকেই আসবে পরবর্তী সিদ্ধান্ত।

এদিকে রোববারই প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়নপত্র দাখিল করেন শাহবাজ শরিফ। এর আগেই কোরেশির পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন পিটিআইয়ের দুই শীর্ষ নেতা। নির্বাচন কমিশন জানিয়েছে, আজ দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ রয়েছে। কেননা তিনটা থেকেই যাচাই-বাছাই শুরু হবে।

এরই মধ্যে শাহবাজের নামে মামলা রয়েছে, এমন অভিযোগ তুলে তার মনোনয়ন খারিজের দাবি তোলে পিটিআই।তবে তাদের এ দাবি নাকচ করে দিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply