পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন ইমরান খান

|

ইমরান খান। ছবি: সংগৃহীত।

দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা ও কেন্দ্রীয় সরকারের সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী পাকিস্তানের গণমাধ্যম ডনকে বলেন, আগামী বুধবার (১৩ এপ্রিল) থেকে দেশজুড়ে সরকারবিরোধী আন্দোলন শুরু করছি আমরা। দলের প্রথম বিক্ষোভ সমাবেশ হবে পেশোয়ারে।

পিটিআই বলছে, নির্বাচিত সরকারকে হটিয়ে ‘আমদানি করা’ সরকার ক্ষমতায় বসানোর প্রতিবাদে দেশজুড়ে এ বিক্ষোভের ডাক।

এছাড়া, সৃষ্ট রাজনৈতিক পরিস্থিতিতে দেশটির নানা জায়গায় বিক্ষোভ চলমান রয়েছে। বিক্ষোভের মধ্য দিয়ে পাকিস্তানে সোমবার দুপুর দুইটার পর সংসদে প্রধানমন্ত্রী নির্ধারণে ভোট হবে। প্রধানমন্ত্রী পদে লড়তে ইতোমধ্যে মনোনয়ন জমা দিয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ ও পিটিআই নেতা শাহ মেহমুদ কোরেশি।

পাকিস্তানের বর্তমান সংসদে ৩৪২ সদস্যের মধ্যে পিটিআইয়ের সদস্য আছেন ১৫৫ জন। পিএমএল-এন এর সদস্য ৮৪ জন, আর পিপিপি’র সদস্য ৫৬ জন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply