ঝিনাইদহে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

|

অস্ত্রসহ আটককৃত দাউদ হোসেন (৫৫)

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ দাউদ হোসেন (৫৫) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৩।

সোমবার (১১ এপ্রিল) সকালে উপজেলার রাখালগাছি ইউনিয়নের খোষালপুর গ্রামের মাঠ থেকে তাকে আটক করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মাহে আলম জানান, কিছু লোক অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে- গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে কালীগঞ্জ উপজেলার খোষালপুর গ্রামের মাঠে এলাকায় অভিযান চালায় র‍্যাব-৩ (ঢাকা ক্যাম্প) এর একটি দল। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর সময়ে ওই এলাকার অস্ত্র ব্যবসায়ী দাউদ হোসেন আটক করে তারা।

এ সময় তার কাছ থেকে বিদেশি অস্ত্রসহ তাকে আটক করা হয়। ওই সময় তাকে জিজ্ঞাসাবাদ করলে তার বাড়িতে আরও একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করে একটি অস্ত্র মামলা দায়ের করা হয় বলে জানান তিনি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply