রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমের জেলেনস্কিকে সরাসরি দেখা করার জন্য বারবার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ভার্চুয়াল বৈঠকে এমনটিই জানান মোদি। তিনি আরও বলেছেন, ইউক্রেন পরিস্থিতি এবং বেসামরিক মানুষদের হতাহতের ঘটনায় তিনি খুবই উদ্বিগ্ন। খবর বিবিসির।
সোমবার (১১ এপ্রিল) জো বাইডেনের সাথে ভার্চুয়াল বৈঠকে নরেন্দ্র মোদি বলেন, আমি আশা করি ইউক্রেন ও রাশিয়ার মাঝে চলমান আলোচনার মাধ্যমে অস্থিতিশীলতা কাটবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে। এছাড়া ইউক্রেনের বেসামরিক নাগরিকদের জানমালের নিরাপত্তা এবং তাদের জন্য মানবিক সরবরাহ ও সহায়তার ওপরও জোর দিয়েছি।
ইউক্রেনে রুশ আগ্রাসনের ব্যাপারে ভারতের অবস্থানকে গত মার্চে ‘নড়বড়ে’ বলে অভিহিত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। জাতিসংঘে এখনও পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব বা কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি ভারত।
রোববার (১০ এপ্রিল) হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে কথা বলবেন জো বাইডেন। নিত্যপণ্যের বাজার এবং বৈশ্বিক খাদ্য সরবরাহে এই যুদ্ধের নেতিবাচক প্রভাব প্রশমনের লক্ষ্যে আলোচনা হবে নরেন্দ্র মোদির সাথে বৈঠকে।
আরও পড়ুন: মোদি-বাইডেন বৈঠক: রাশিয়ার প্রতি কঠোর হতে আসতে পারে চাপ
এম ই/
Leave a reply