বৈসাবিতে মেতেছে পাহাড়

|

বাংলা পুরানো বছরের বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে পাহাড়ে শুরু হয়েছে বৈসাবি উৎসব। মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে পানিতে ফুল ভাসিয়ে শুরু হয় ফুলবিজু উৎসব। ত্রিপুরা জনগোষ্ঠীর বৈসু, মারমাদের সাংগ্রাই আর চাকমা সম্প্রদায়ের তরুণ-তরুণীরা দল বেঁধে ঐতিহ্যবাহী পোশাক পরে হাতে বাহারি রঙের ফুল নিয়ে নদীর পাড়ে ভিড় জমান। পরে প্রার্থনা শেষে নদীতে সংগৃহীত ফুলের একভাগ ভাসিয়ে দেন তারা। অন্য ভাগ দিয়ে বুদ্ধকে পূজা করা হয়।

বিজু উৎসব ঘিরে পাহাড়িদের ঘরে ঘরে চলছে সাধ্যমতো আয়োজন। অতিথি আপ্যায়নে রান্না করা হচ্ছে ঐতিহ্যবাহী খাবার ‘পাচন’। আয়োজন করা হয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের।

চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ‍ ১৩ এপ্রিল পালন করা হবে মূলবিজু। এদিন সকালে বুদ্ধমূর্তি গোসল করিয়ে পূজা করা হয়। ছেলেমেয়েরা তাদের বৃদ্ধ দাদা-দাদী এবং নানা-নানীকে গোসল করায় এবং আশীর্বাদ নেয়। এই দিনে ঘরে ঘরে অনেক ধরনের সুস্বাদু খাবার রান্না করা হয়। নববর্ষের প্রথম দিন অর্থাৎ ১৪ এপ্রিল পালন করা হয় গজ্যা পজ্যা দিন (গড়িয়ে পড়ার দিন)। এই দিনেও থাকে বিজুর আমেজ।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply