দুপুর ২টার মধ্যে শেষ করতে হবে পহেলা বৈশাখের সব আয়োজন

|

ছবি: সংগৃহীত

রমজানের কারণে এবার পহেলা বৈশাখের সব আয়োজন শেষ করতে হবে দুপুর ২টার মধ্যে। মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে রমনার বটমূলে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।

মো. শফিকুল ইসলাম বলেন, মঙ্গল শোভাযাত্রায় নিরাপত্তার স্বার্থে সবাইকে তল্লাশি করা হবে। বাইরে থেকে এসে হঠাৎ করে কেউ শোভাযাত্রায় অংশ নিতে পারবেন না। করলে পুলিশের কঠোর আচরনের শিকার হবেন।

জঙ্গিদের ব্যাপারে বেশ কিছু দেশ বাংলাদেশকে সতর্ক করেছে বলে এ সময় উল্লেখ করেন ডিএমপি কমিশনার। এসব বিষয় মাথায় রেখে নিরাপত্তা সাজানো হচ্ছে বলেন জানান মো. শফিকুল ইসলাম।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply