সার নিয়ে সমস্যা নেই, কেউ সংকট তৈরি করলে ব্যবস্থা নেয়া হবে: কৃষিমন্ত্রী

|

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, সার নিয়ে কোনো সমস্যা নেই; তবে কেউ সংকট তৈরি করলে ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার (১২ এপ্রিল) রাজধানীতে সকালে সার বিষয়ক জাতীয় কমিটির সভা শেষে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

এ সময় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, হাওরে পাহাড়ি ঢলে ক্ষতি হওয়া জমির তালিকা এখনো মন্ত্রণালয়ের হাতে আসেনি। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে তাদের সহায়তা দেয়া হবে। হাওরের ধান নষ্ট হওয়ার বিষয়টি প্রকৃতির ওপর নির্ভর করে বলে এ সময় উল্লেখ করেন তিনি।

ড. আব্দুর রাজ্জাক আরও বলেন, দেশে পাইকারি বাজারে এই মুহুর্তে পেঁয়াজের কেজি ১৫ টাকা। আলু, রসুন ও আদার দামও কম। আওয়ামী লীগ তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসে খাদ্য নিরাপত্তাকে গুরুত্ব দিচ্ছে। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে খাদ্য উৎপাদন ও বাজারজাত বাধাগ্রস্থ হচ্ছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply