‘নির্বাচনী ইশতেহার অনুযায়ী আ. লীগ ডিজিটাল বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে’

|

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ফাইল ছবি।

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে। মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে ঢাকার কেরাণীগঞ্জের ঝিলমিলে হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

নসরুল হামিদ তার বক্তব্যে বলেন, কেরাণীগঞ্জে হাই-টেক পার্ক নির্মিত হওয়ায় তথ্যপ্রযুক্তি শিল্পে কেরাণীগঞ্জের মানুষ অবদান রাখতে পারবেন। অন্যদিকে, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বর্তমানে দেশের ১২টি জেলায় হাই-টেক পার্ক স্থাপন প্রকল্পে ভারত সরকার ঋণ প্রদান করছে। এখান থেকে আগামী দুই বছরে ২ হাজার ৪০০ জন প্রশিক্ষণ গ্রহণ করবে।

বাংলাদেশে দক্ষ মানবসম্পদ উন্নয়নে ভারত সহযোগিতা বাড়াবে বলে জানান ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply