যুদ্ধের কারণে পালানো প্রায় ৯ লাখ নাগরিক দেশে ফিরেছে: ইউক্রেন

|

ছবি: সংগৃহীত

রুশ আগ্রাসনের প্রেক্ষিতে ইউক্রেন ছেড়ে বিদেশ চলে যাওয়া আট লক্ষ সত্তর হাজারেরও বেশি নাগরিক দেশে ফিরে এসেছে বলে জানিয়েছে ইউক্রেন। মঙ্গলবার (১২ এপ্রিল) ইউক্রেনের স্টেট বর্ডার গার্ড সার্ভিসের বরাত দিয়ে এ তথ্য জানায় আল জাজিরা।

ইউক্রেনের স্টেট বর্ডার গার্ড সার্ভিসের মুখপাত্র আন্দ্রি ডেমচেঙ্কো বলেছেন, প্রতিদিনই ২৫ থেকে ৩০ হাজার নাগরিক ইউক্রেনে ফিরে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী, শিশু ও বৃদ্ধ রয়েছে।

এক সংবাদ ব্রিফিংয়ে ডেমচেঙ্কো বলেন, ফিরে আসা নাগরিকরা দেখছে ইউক্রেনের পরিস্থিতি এখন নিরাপদ। বিশেষ করে দেশটির পশ্চিমাঞ্চলে। বিদেশ থেকে ফিরে ইউক্রেনে বসবাস করতে এখন তারা প্রস্তুত।

আরও পড়ুন: ‘সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেয়া মানে নতুন সংঘাতের জন্ম’

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভ্লাদিমির পুতিনের এক আদেশের মাধ্যমে ইউক্রেনে অভিযান শুরু করে রুশ বাহিনী। ব্যাপক হামলা চালানো হয় ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে। এতে দেশ ছেড়ে পালায় বহু নাগরিক। সবচেয়ে বেশি আশ্রয় নিয়েছে প্রতিবেশি দেশ পোল্যান্ডে। এছাড়া জার্মানি, অস্ট্রিয়া ও লিথুয়ানিয়াসহ বেশ কিছু ইউরোপীয় দেশে আশ্রয় নেয় ইউক্রেনের বহু শরণার্থী।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply