২০২১ সালের মানবাধিকার রিপোর্ট প্রকাশ করছেন অ্যান্টনি ব্লিঙ্কেন

|

ছবি: সংগৃহীত

২০২১ সালের মানবাধিকার রিপোর্ট প্রকাশ করতে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার (১২ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে মানবাধিকার রিপোর্ট প্রকাশ করবেন অ্যান্টনি ব্লিঙ্কেন।

মানবাধিকার রিপোর্ট প্রকাশের পর প্রশ্নোত্তর পর্বে থাকবেন ব্যুরো অব ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড লেবারের ভারপ্রাপ্ত সহকারী সচিব লিসা পিটারসন।

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং মৌলিক স্বাধীনতা রক্ষা করাকে অগ্রাধিকার দেয় যুক্তরাষ্ট্র। বিশ্বব্যাপী মানবতার মর্যাদা ও স্বাধীনতার জন্য যারা সংগ্রাম করছে, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। ২০২১ সালের মানবাধিকার রিপোর্টে ১৯৮টি দেশ এবং বিভিন্ন অঞ্চলে মানবাধিকার এবং শ্রমিক অধিকারের অবস্থা নথিভুক্ত করা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতাভুক্ত অঞ্চলগুলোর প্রতি প্রয়োজনীয় সকল নির্দেশনা সংবাদ সম্মেলনে উপস্থিত সদস্যদের কাছে পৌঁছে দেয়া হবে।

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply