‘নাৎসি স্যালুট’ দেয়ার অভিযোগে রুশ কিশোরের বিরুদ্ধে তদন্ত শুরু

|

ছবি: সংগৃহীত

‘নাৎসি স্যালুট’ দেয়ার অভিযোগে কার্টিং চ্যাম্পিয়ন ১৫ বছর বয়সী রুশ কিশোরের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মোটরস্পোর্ট পরিচালনা পরিষদ।

পর্তুগালের পোর্তিমাওতে অনুষ্ঠিত এফআইএ কার্টিং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে বিজয়ী জন ১৫ বছর বয়সী রুশ কিশোর আরতেম সেভেরিওখিন। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, পোডিয়ামে দাঁড়িয়ে আরতেম তার ডান হাত প্রসারিত করেছেন। আর সে সময় বাজছিল ইতালির জাতীয় সংগীত। খবর সিএনএনের।

সিএনএনের কাছে পাঠানো রাশিয়ান অটোমোবাইল ফেডারেশনের ভিডিও ফুটেজে আরতেম দাবি করেন, তিনি ক্ষমা চেয়েছেন তবে নাৎসি স্যালুট দেননি। আরতেম সেভেরিওখিন বলেন, অভিযোগটি সত্য নয়। আমি কখনোই নাৎসিদের সমর্থন করিনি। এমনকি, তাদের দ্বারা সংঘটিত অপরাধকে আমি মানবতার বিরুদ্ধে ঘটে যাওয়া সবচেয়ে ঘৃণ্য ও বর্বর বলেই জানি। আমি কেবল দর্শকদের সাথে সময়টি উদযাপন করছিলাম।

কার্টিং চ্যাম্পিয়ন আরতেম সেভেরিওখিন আরও বলেন, আমি জানি আমি বোকা। তাই শাস্তির জন্যও প্রস্তুত। তবে আবারও বলছি, নাৎসি স্যালুট দেয়ার কোনো ইচ্ছেই আমার ছিল না। নাৎসিবাদ ও বর্ণবাদকে সমর্থনের প্রশ্নই আসে না।

তবে এফআইএ তাৎক্ষণিকভাবেই এ ঘটনাত তদন্ত শুরু করেছে। তারা ঘটনাটিকে ‘অগ্রহণযোগ্য আচরণ’ বলে অভিহিত করেছে।

আরও পড়ুন: ন্যাটোতে যোগ না দিতে হুঁশিয়ারির পর ফিনল্যান্ডের সীমান্তে রুশ মিসাইল!

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply