বায়ার্ন মিউনিখকে কাঁদিয়ে সেমিতে ভিয়ারিয়াল

|

১৬ বছর পর চ্যাম্পিয়ন লিগের শেষ চারে পৌঁছেছে ভিয়ারিয়াল। তাও বায়ার্ন মিউনিখকে হারিয়ে। এ টুর্নামেন্টর চলতি আসরে এর আগের লড়াইয়ে য়্যুভেন্টাসের বিদায়ঘণ্টা বাজিয়েছিল ভিয়ারিয়াল। এরপর উঠে আসে শেষ আটে। তাতে বায়ার্ন মিউনিখকেও আসর থেকে বিদায় করে দেবে, এমন স্বপ্ন নিশ্চয় খুব বেশি কেউ দেখার কথা নয়।

কিন্তু তাই করে দেখিয়েছে ভিয়ারিয়ালের ফুটবলাররা। দুই লেগ মিলিয়ে ২-১ গোলের জয় তুলে নিয়েছে বায়ার্নের বিপক্ষে।

প্রথম লেগে জয় পেয়েছিল ভিয়ারিয়াল। তাই বায়ার্ন মিউনিখের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচে একটা গোলশূন্য ড্র হলেও চলত ভিয়ারিয়ালের। মঙ্গলবার রাতের এ ম্যাচে শুরু থেকেই রক্ষণে মনোযোগ ছিল ভিয়ারিয়ালের। তবে প্রতি আক্রমণে বায়ার্ন মিউনিখের রক্ষণেও ত্রাস ছড়িয়েছে বেশ।

খেলার ৫২ মিনিটে বক্সের একটু ভেতর থেকে আগুনে এক শটে গোল করেন বায়ার্ন মিউনিখের রবার্ট লেভান্ডভস্কি। তবে শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি লিড। ৮৮ মিনিটে পাল্টা আক্রমণে উঠে এসে দারুণ এক গোল করে বসেন স্যামুয়েল চুকওয়েজি। এ এক গোলই বিদায়ঘণ্টা বাজিয়ে দেয় বায়ার্ন মিউনিখের।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply