লক্ষ্মীপুরে কিশোর গ্যাংদের উৎপাতে মানববন্ধন

|

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংদের উৎপাত ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদের বিচার ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুরের পশ্চিম বিঘার দিঘীরপাড় এলাকায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে এলাকাবাসী। মানবন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে নারীরাও। এ সময় তাদের সাথে অংশ নেয় বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা। মিছিলটি দিঘীরপাড় থেকে শুরু হয়ে পুনরায় আবার দিঘীরপাড় এলাকায় এসে শেষ হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কিশোর গ্যাংদের উৎপাতে শিক্ষা-প্রতিষ্ঠানে যেতে পারছে না শিক্ষার্থীরা। এছাড়া কথায় কথায় মারধর, চাঁদাবাজিসহ নানা অপকর্মের সাথে জড়িত হয়ে পড়েছে তারা। এসব অপরাধের প্রতিবাদ করলে তাদের হাতে নানাভাবে লাঞ্ছিত হতে হচ্ছে সাধারণ মানুষকে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয় এলাকাবাসী।। বারবার প্রশাসনকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। এসব কিশোর গ্যাংদের দ্রুত আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, কিশোর গ্যাংদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এসব বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। প্রতিনিয়ত থানা এলাকায় পুলিশের টহল থাকে। কোথাও কোনো ধরনের কিশোর গ্যাংদের উৎপাত দেখা গেলে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেন তিনি।

অভিযোগ রয়েছে, রামগঞ্জের কাঞ্চনপুরসহ আশপাশের এলাকায় কিশোর গ্যাংদের নেতৃত্বে রয়েছেন রবিন হাসান রব। এছাড়া রবিন হাসানের নেতৃত্বে আরও রয়েছে পিয়াস মাহমুদ, শাওন, শাহ আলম, আরিফ হোসেন, মেহেরাব হোসেন, সজিব ইসলাম, রাকিব হোসেন, হারুনুর রশিদ, আরমান হোসেন, রাব্বানী ও বাবু।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply