চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ে রেফারির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন চেলসি কোচ টমাস টুখেল। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ কোচের সাথে হাসাহাসি করায় সংবাদ সম্মেলনে ক্ষোভ ঝাড়েন তিনি।
ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় টুখেল প্রশ্ন তুলেছেন রেফারিং নিয়েও। সান্তিয়াগো বার্নাব্যুর রুদ্ধশ্বাস ম্যাচে ২-০ গোলে এগিয়ে থাকা অবস্থায় ৬২ মিনিটে রিয়ালের জালে বল পাঠায় মার্কোস আলোনসো। ভিআরএতে গোলটি বাতিল করা হয় হাতে বল স্পর্শ করার কারণে। তবে পোলিশ রেফারি সিমন মার্টিনেচ নিজে তা পরীক্ষা করায় অবাক হয়েছেন টুখেল। সেই সাথে, হাতের স্পর্শ এতই আলতো ছিল যে, তাতে বল নিয়ন্ত্রণের ব্যাপারে আলাদা করে কোনো সুবিধা পাননি আলোনসো। অনিচ্ছাকৃত হ্যান্ডবলের কারণে গোল বাতিলের সিদ্ধান্তে রেফারির উপর চটেছেন চেলসি কোচ। কাঁটা ঘায়ে নুনের ছেটা হিসেবে এসেছে ম্যাচের পর রিয়াল কোচ কার্লো আনচেলত্তির সাথে রেফারির হাসাহাসির ঘটনা।
টমাস টুখেল বলেন, খেলা শেষে আমি রেফারিকে ধন্যবাদ জানাতে চেয়েছিলাম। কিন্তু তখন তিনি প্রতিপক্ষের কোচ কার্লো আনচেলত্তির সাথে হাসাহাসিতে মজার সময় পার করছিলেন। আমি জানি, কার্লো একজন ভদ্রলোক এবং চমৎকার মানুষ। আমার মনে হয়েছিল এসবের জন্য সময়টা মোটেও ঠিক ছিল না। ১২৬ মিনিটের ম্যাচে শেষ বাঁশি বাজলো, আর যে দল তাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে ৪টি গোল করেও আসরে থেকে বিদায় নিলো, তাদের একজন হয়ে যখন দেখবেন যে রেফারি প্রতিপক্ষের কোচের সাথে অট্টহাসিতে মেতে উঠেছে, আপনার তা ভালো লাগবে না। সেটাই আমি কোচকে বলেছি। এর বেশি কিছু নয়।
আরও পড়ুন: হেরেও রিয়াল মাদ্রিদের মুখে হাসি
এম ই/
Leave a reply