মুন্সিগঞ্জে ঘাটের ইজারা দ্বন্দ্বে প্রকাশ্যে কাউন্সিলর পুত্র খুন, আটক ২

|

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভায় প্রকাশ্যে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ওয়ার্ড কাউন্সিলের ছেলে সম্রাট আহমেদ ঝলক (২২) নিহত হয়েছে। পূর্ব বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে স্বজনদের অভিযোগ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ এপ্রিল) বেলা ১২ টায় পৌরসভার কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ঝলক মিরকাদিম পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিল মো. লিটনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মিরকাদিম লঞ্চঘাটের ইজারা ও আধিপত্য নিয়ে পৌরসভার নৈদিঘির পাথর এলাকার শরিয়তউল্লাহ মুন্সীর ছেলে জিল্লুর গ্রুপের সাথে কাউন্সিলর লিটন গ্রুপের বিরোধ চলছিল। বুধবার বেলা ১২টার দিকে লিটন ও তার ছেলে ঝলকসহ তাদের লোকজন নিয়ে লঞ্চঘাট এলাকায় যায়। সেখানে আগে থেকে উপস্থিত ছিল জিল্লুর ও তার লোকজন। এ সময় ইজারা নিয়ে দুইগ্রুপের বাকবিতণ্ডা সৃষ্টি হলে জিল্লুর গ্রুপের একজন ছুরিকাঘাত করে ঝলককে। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাতিমারা পুলিশ ফাড়ির ইনচার্জ অমর চন্দ্র দাস জানান, ঘাটের ইজারা নিয়ে দুই গ্রুপের পূর্ব বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply