ইউক্রেনে রুশ বাহিনীয় আক্রমণের পর দুই পক্ষেরই বহু সেনা হতাহত হয়েছে। ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে রাশিয়াও। এরই মধ্যে ইউক্রেনের মধ্য-পূর্ব শহর ডিনিপ্রোর ডেপুটি মেয়র মিখাইল লাইসেনকো বলেছেন, শহরটির এক মর্গে ১৫শ’রও বেশি রুশ সেনার মৃতদেহ রাখা আছে। তবে তাদের মৃতদেহ ফিরিয়ে নিতে আসছে না কেউ। ভেবেছিলাম রাশিয়ান এসব সৈন্যের মায়েরা তাদের সন্তানদের লাশ নিতে আসবে।
বুধবার (১৩ এপ্রিল) আল জাজিরা তার লাইভ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। যদিও আল জাজিরা
লাইসেনকোর এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি।
আরও পড়ুন: ১ মাসে ১৪ খুন, পশ্চিম তীরে টহল জোরদার করলো ইসরায়েলি সেনাবাহিনী
উল্লেখ্য, গত ৭ এপ্রিল ইউক্রেনে নিজেদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে স্বীকার করে নিয়েছে রাশিয়া। ব্রিটিশ চ্যানেল স্কাই নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেন যুদ্ধে আমাদের সেনাদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং এটি আমাদের জন্য একটি বিশাল ট্র্যাজেডি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গত ২৫ মার্চ পর্যন্ত ১৩৫১ রাশিয়ান সৈন্য নিহত হয়েছে এবং ৩৮২৫ জন আহত হয়েছে। অবশ্য জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ তার দুইদিন পরে বলেছিলেন কমপক্ষে ১০০০০ রুশ সেনা নিহত হয়েছে।
জেডআই/
Leave a reply