ইউক্রেনে ‘গণহত্যা’ নিয়ে বাইডেনের মন্তব্যের জবাব দিলো রাশিয়া

|

ছবি: সংগৃহীত

রুশ বাহিনী ইউক্রেনে ‘গণহত্যা’ চালিয়েছে বলে মঙ্গলবার অভিযোগ জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তার সেই দাবি ‘পরিস্থিতি বিকৃত করার অগ্রহণযোগ্য চেষ্টা’ বলে মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

বুধবার (১৩ এপ্রিল) আল জাজিরা তাদের লাইভ প্রতিবেদনে এ খবর প্রকাশ করে।

দিমিত্রি পেসকভ একটি কনফারেন্স কলে সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্রের একজন রাষ্ট্রপতির কাছ থেকে এমন মন্তব্য একদমই গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্র এমন একটি দেশ যেটি সাম্প্রতিক সময়ে এমন অপরাধ করেছে।

আরও পড়ুন: ‘ভেবেছিলাম রুশ মায়েরা তাদের সন্তানের লাশ নিতে আসবে’

মঙ্গলবারই প্রথম ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছেন বাইডেন। বলেন, এটাকে আমি গণহত্যাই বলবো। স্পষ্ট যে ইউক্রেনকে নিশ্চিহ্ন করে দিতে চাইছেন পুতিন। প্রতিদিনই নতুন নতুন তথ্য-প্রমাণ হাতে আসছে। রুশ সেনারা দেশটিতে ভয়াবহ নৃশংসতা চালাচ্ছে। প্রত্যাশা করি পুতিন প্রশাসনকে জবাবদিহির মুখোমুখি করবেন আন্তর্জাতিক আদালত।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply