ওলগা জাবেলিনা। কিছুদিন আগেও বাস করতেন ইউক্রেনের বন্দর নগরী মারিওপোলে। তবে বর্তমানে তার ঠিকানা রাশিয়ার ইয়ারোস্লাভল শহরে। মারিপোলে বেপরোয়া হামলা শুরু হলে প্রাণ বাঁচাতে পালিয়ে যান রাশিয়ায়। যাদের আগ্রাসনে ঘর ছাড়তে বাধ্য হলেন, সে দেশই হলো শেষ ঠিকানা। বিভীষিকাময় সেসব দিনের স্মৃতিগুলো এখনও তাড়া করে জাবেলিনাকে।
জাবেলিনা বলেন, দোনেৎস্ক পিপলস রিপাবলিক বিদ্রোহী গ্রুপের সদস্যরা এসে আমাদের বললো, জিনিসপত্র গোছগাছ করার জন্য। আর মাত্র ৫ মিনিট সময় পাবো। যেভাবে ছিলাম, ওভাবেই কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে আসি।
জাবেলিনার মতো লাখো ইউক্রেনীয় দেশ ছেড়ে শরণার্থী হয়েছেন। তাদের মধ্যে একটি অংশ আবার বাধ্য হয়েই রাশিয়াতে পাড়ি জমিয়েছেন। শক্রদেশেই মিলেছে নিরাপদ আশ্রয়। যুদ্ধের দুঃসহ স্মৃতি নিয়েই অনেকের প্রত্যাশা, মস্কোতেই নতুন জীবন শুরুর।
রাশিয়ায় আশ্রয় নেয়া আরেক ইউক্রেনীয় জানান, কাছে কোনো টাকা পয়সা ছিল না। স্টেশনে গিয়ে শুধু ট্রেনে চেপে বসি। সব যাত্রীরা এখানে এসে আশ্রয় নিলাম। এখন রাশিয়ার নাগরিকত্ব নিয়ে এখানেই থেকে যেতে চাই।
রুশ আগ্রাসন শুরুর পর থেকে দেশ ছেড়ে শরণার্থী হয়েছে ৪৩ লাখের বেশি ইউক্রেনীয়। এদের মধ্যে মানবিক করিডোরের মাধ্যমে বা পালিয়ে রাশিয়াতে আশ্রয় নিয়েছে কমপক্ষে সাড়ে ৩ লাখ।
/এমএন
Leave a reply