বেতাগীতে হাসপাতালের প্লাস্টার খসে বৃদ্ধ আহত

|

বরগুনা প্রতিনিধি:

বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডের ছাদের প্লাস্টার খসে পড়ে চিকিৎসারত এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৩ এপ্রিল) রাত ১১টায় চিকিৎসা নিতে আসা বৃদ্ধ মো. সালাম (৫৬) পুরুষ ওয়ার্ডে ঘুমন্ত অবস্থায় থাকাকালীন ছাদের প্লাস্টার খসে পড়ে তার ওপর। এ সময় তার মাথায় প্রচণ্ডভাবে আঘাত লাগে। পরে তাকে জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

রোগীর স্বজনরা বলেন, আমার ভাই গত দুই সপ্তাহ ধরে শ্বাসকষ্ট রোগের জন্য এখানে ভর্তি রয়েছেন। সিট দেয়ার সময় থেকেই নার্সদের বলেছি যে এখানে থাকলে তো ছাদের তলায় চাপা পড়ে মারা যাব। তবুও এখানে সিট দিয়েছে তারা।

পাশের সিটের রোগী নিজাম মুসুল্লি বলেন, ডাক্তারদের বার বার বলেছি যে পাশের বিল্ডিংয়ে জায়গা আছে আমাদের সেখানে থাকার জায়গা দেন। তারা আমাদের কথা না শুনে ভাঙা ছাদের তলায় থাকতে দিয়েছে। ছাদের প্লাস্টার খসে পড়ার পরও কোনো নার্স বা ডাক্তার আসেনি। পরে ডাকাডাকি করার পর নার্স ও ডাক্তার এসে চিকিৎসা দেয়।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মান্নান হাওলাদার বলেন, এটি হাসপাতাল নয় যেন মরণফাঁদ। এই ভবনে দীর্ঘদিন ধরে চিকিৎসা কার্যক্রম বন্ধ করার আবেদন করে আসছি কিন্তু কেউ আমলে নেয়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার বলেন, আমরা ডাক্তার। আমাদের কাজ সেবা দেয়া। অন্য কী ঘটনা ঘটলো তা ঊর্ধ্বতন অফিস দেখবে। এছাড়া ছয় মাস পূর্বে এই ভবন পরিত্যক্ত ঘোষণা করা হলেও কর্তৃপক্ষ কাজ শুরু না করায় আমরা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।

উপজেলা নির্বাহী অফিসার সুহৃদ সালেহীন বলেন, ইতোমধ্যে আমি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। এটি খুবই মর্মাহতের ঘটনা। তবে কারও কাজের গাফিলতি হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ছয় মাস আগে এই ভবন পরিত্যক্ত ঘোষণা করে জনস্বাস্থ্য বিভাগ। নতুন চারতলা ভবনের কাজ শুরু হওয়ার কথা ছিল এপ্রিল মাসে। গত ডিসেম্বরে বর্তমান ভবন ভাঙার কথা থাকলেও না ভাঙায় পরিত্যক্ত ভবনেই দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে চলছেন কর্তব্যরত চিকিৎসকরা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply