করোনা পরিস্থিতির বিধিনিষেধ কাটিয়ে দুই বছর পর রমনার বটমূলে ফিরেছে ছায়ানটের প্রভাতি অনুষ্ঠান। আর এর মধ্য দিয়ে সাড়ম্বরে উদযাপন হচ্ছে বাংলা নববর্ষ ১৪২৯।
গেল দুই বছরের দুঃসময় অতিক্রম করে নতুন আনন্দে জেগে ওঠেছে বাংলা নববর্ষ। বাংলা ও বাঙালির চেতনাকে মূল ভাবনায় নিয়ে অনুষ্ঠান সাজিয়েছে ছায়ানট।
বৃহস্পতিবার ভোর থেকে ছায়ানটের আয়োজনে অংশ নিতে সমবেত হন নগরবাসী। রঙ-বেরঙের পোষাক পরিধান করে অনুষ্ঠানে অংশ নিয়েছেন সবাই। ছায়ানটের প্রভাতি আয়োজন শেষে চারুকলার মঙ্গল শোভাযাত্রায় অংশ নেবে সাধারণ মানুষ।
এছাড়াও আবহমান বাংলার নানা ঐতিহ্য নিয়ে রকমারি কারুপণ্যের সম্ভার দেখা যাচ্ছে নগরজুড়ে। এদিকে নববর্ষের আয়োজন ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরী করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আরও পড়ুন: স্বাগত ১৪২৯: ‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’
/এমএন
Leave a reply