ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে আজ মাঠে নামছে ৮টি দল। রাত পৌনে এগারটায় আটালান্টা আতিথ্য দেবে লিপজিগকে। রাত একটায় ন্যু ক্যাম্পে বার্সেলোনার মুখোমুখি হবে ফ্র্যাঙ্কফুর্ট। লিঁও লড়বে ওয়েস্ট হ্যামের সাথে আর স্পোর্টিং ব্রাগার প্রতিপক্ষ স্কটিশ ক্লাব রেঞ্জার্স।
তবে দিনের আকর্ষণ থাকবে বার্সেলোনায়। প্রথম লেগের খেলায় জার্মান ক্লাবের মাঠ থেকে ১-১ গোলে ড্র নিয়ে ফেরে কাতালানরা। ফিরতি লেগে গোল শূন্য ড্র করলেই সেমিতে পৌঁছে যাবে জাভির দল। লিগ শিরোপার দৌড়ে অনেকটাই পিছিয়ে থাকা বার্সেলোনা এবার চ্যাম্পিয়নস লিগ থেকেও ছিটকে পরেছে। তাই ইউরোপা লিগ শিরোপাই এখন শেষ ভরসা তাদের জন্য।
এই ট্রফি জিতে নিজেদের শিরোপা খরা কাটাতে দল মরিয়া, জানিয়েছেন বার্সা কোচ জাভি নিজেই। দিনের বাকি ৩ ম্যাচের দু’টিতে ১ম লেগের খেলা ছিল ড্র। শুধুমাত্র স্পোর্টিং ব্রাগাই ১ গোলের জয় নিয়ে এগিয়ে থেকে আজ মাঠে নামবে।
/এমএন
Leave a reply